আমরা প্রতিদিন আম গাছ থেকে সংগ্রহ করি ও প্রতিদিন এর আম প্রতিদিন কুরিয়ার করে থাকি। ২-৩ দিন আগের পাড়া আম কিংবা ঝড়ে পড়া পচা আম আমরা সরবরাহ করি না।
আমরা বিশ্বাসকরি যে সকল গ্রাহকরা অনলাইনের মাধ্যমে আম কিনে, তাদের একটাই লক্ষ্য থাকে গার্ডেন ফ্রেশ ও বিষমুক্ত আম প্রিয় জনের মুখে তুলে দেয়া। যহেতু আমাদের নিজস্ব তত্বাবধানে আম সংগ্রহ, প্যাকিং করা হয় আমাদের আমে কোন প্রকারের কার্বাইড কিংবা ক্ষতিকর ক্যেমিকাল প্রয়োগ করা হয় না।
রাজশাহীসহ সারা বাংলাদেশ এ প্রায় ২০০ ও অধিক জাতের আমের গাছ রয়েছে। আমাদের থেকে ইনশাআল্লাহ সঠিক জাতের আম পাবেন, কারন আমরা রিসেলার না আমরা সরাসরি চাষী ও নিজস্ব বাগানের আম গ্রাহকের কাছে সরবরাহ করে থাকি। সুতরাং আমাদের থেকে প্রতারিত হবার সুযোগ নেই।
আপনার অর্ডারকৃত আম অতি যত্নের সহিত প্যাকিং করে আমরা তা কুরিয়ার এ বুকিং করি। যা খোলা মাত্রই আপনার প্রিয়জনের মুখে খুশি ফুটাবে ইনশাআল্লাহ। আমাদের আমের মান ও কোয়ালিটি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলবে না, এত টুকু আস্থা আমাদের উপর রাখতে পারেন।
আমাদের পেমেন্ট পার্টনার হচ্ছে, দেশের সবচেয়ে বড় ও ট্রাস্টেড পেমেন্ট গেটওয়ে প্রদানকারী SSLCOMMERZ। দেশ কিংবা দেশের বাইরে যে কোন ডেবিট/ ক্রেডিট/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমের মূল্য পরিশোধ করতে পারবেন।
অর্ডার প্লেস হবার পরে ৩ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার কুরিয়ার এ বুকিং করা হবে। এবং বুকিং এর পরে গ্রাহকের ফোনের WhatsApp/ IMO নাম্বার এ কুরিয়ার বুকিং এর রিসিট দিয়ে দেয়া হবে।